পশ্চিমবঙ্গের শিল্প(Industries in West Bengal)

Alborigato
পশ্চিমবঙ্গের শিল্প(Industries in West Bengal)
পশ্চিমবঙ্গের শিল্প(Industries in West Bengal) পশ্চিমবলা একসময় ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্পোন্নত রাজ্য ছিল। সাম্প্রতিককালে পশ্চিমবলোর শিল্পক্ষেত্রে অবনতি হওয়া সত্ত্বেও বিভিন্ন পরিকল্পনাকালে নতুন নতুন শিল্প স্থাপনের এবং দুর্বল শিল্প কারখানাগুলির পুনরুজ্জীবনের যে প্রচেষ্টা নেওয়া হয়েছে সেজন্য এখনও পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পোন্নত রাজ্য। পশ্চিমবঙ্গে প্রায় ৯ হাজার রেজিস্ট্রিভুক্ত বড়ো ও মাঝারি শিল্প কারখানা রয়েছে। বিভিন্ন ধরনের শিল্প এ রাজ্যে গড়ে উঠেছে।। নিম্নে মুখ্য শিল্পগুলি এবং এদের অবস্থানের অনুকূল উপাদানসমূহের উল্লেখ সহ সংক্ষেপে আলোচনা করা হ'ল। পশ্চিমবঙ্গে শিল্পে উন্নতির জন্য অনুকূল উপাদানসমূহ: পশ্চিমবঙ্গের উন্নতির জন্য-- কাঁচামালের‌সহজপ্রাপ্যতা,শক্তি সম্পদের নিকটবর্তিতা,অনুকূল জলবায়ু, এবং জমির সহজপ্রাপ্যতা, উন্নত পরিবহন ব্যবস্থা, বিস্তীর্ণ সমতল ভূমি জলের প্রাচুর্য, বন্দরের সান্নিধ্য, সুলভ ও দক্ষ শ্রমিকের প্রাচুর্য, মূলধনের প্রাচুর্য, সরকারি নীতিতে উদারিকরণ প্রভৃতি উল্লেখযোগ্য। প্রধান শিল্প (Major Industries) (ক) লৌহ ও ইস্পাত শিল্প: পশ্চিমবলো দুটি বড়ো লৌহ ও ইস্পাত কেন্দ্র এবং …

একটি মন্তব্য পোস্ট করুন