পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল(Industrial Regions of West Bengal)

Alborigato
পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল(Industrial Regions of West Bengal)
পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল(Industrial Regions of West Bengal) রাজ্যের চারটি প্রধান শিল্পাঞ্চলকে চিহ্ণিত করা যায়। এগুলি হল (ক) হুগলি শিল্পাঞ্চল বা কলকাতা-হাওড়া শিল্পাঞ্চল, (খ) হলদিয়া শিল্পাঞ্চল এবং (গ) আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং (ঘ) দার্জিলিং-জলপাইগুড়ি শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলগুলিতে যে ব্যাপক শিল্পের সমাবেশ ঘটেছে তা রাজ্যের কৃষি ও খনিজ সম্পদের শিল্পান্নয়নযোগ্য কাঁচামালের সুষ্ঠু ব্যবহার সম্ভব করেছে। উপরন্তু ভিন্ন রাজ্য থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে শিল্পসম্পদের উন্নয়ন ঘটিয়ে রাজ্যের অর্থনৈতিক উন্নতি সংঘটিত করেছে। বিভিন্ন পশ্চবার্ষিকী পরিকল্পনাকালে এই শিল্পাঞ্চলগুলিতে বিভিন্ন নতুন নতুন শিল্পের আবির্ভাব হয়েছে। হলদিয়া শিল্পাঞ্চলটি ও আসানসোল-দুর্গাপুরের শিল্পগুলির এক বড়ো অংশ পরিকল্পনাকালে গঠিত। হুগলি শিল্পাঞ্চল প্রাক্ স্বাধীন যুগে গড়ে উঠলেও বিভিন্ন পরিকল্পনাকালে গৃহীত শিল্পোন্নয়নের প্রচেষ্টায় কিছু কিছু রুগ্নশিল্পের পুনরুজ্জীবন এবং নতুন নতুন শিল্প স্থাপনে উৎসাহ লক্ষ্য করা গেছে। [i] হুগলি শিল্পাঞ্চল (The Hooghly Industrial Region) অবস্থানঃ এই শিল্পাঞ্চল হুগলি নদীর উভয় তীরে উত্তরে ত্রিবেণী…

একটি মন্তব্য পোস্ট করুন