জনসংখ্যা পিরামিডের গুরুত্ব (Importance of Population Pyramid)
জনসংখ্যা পিরামিডের গুরুত্ব (Importance of Population Pyramid) যে লেখচিত্রের সাহায্যে কোনো দেশ বা অঞ্চলের জনসাধারণের বয়স অনুসারে নারী-পুরুষের জন্ম- মৃত্যুর আয়তন ও গঠন বিন্যাস প্রকাশ করা হয় তাকে জনসংখ্যা পিরামিড (Population Pyaramid) ব এজ-সেক্স পিরামিড (Age-Sex Pyramid) বলে। এই পিরামিডকে বয়সভিত্তিক স্ত্রী-পুরুষের অনুপাত সূচক পিরামিড বা বায়োগোষ্ঠীর পিরামিডও বলা হয়। 1. জনসংখ্যা পিরামিড থেকে নিম্নলিখিত বিষয়গুলি জানা যায় (i) জনসংখ্যা পিরামিডের সাহায্যে নারী-পুরুষের বয়সভিত্তিক বিন্যাসের তাৎপর্য ও তারতম্য প্রকাশ করা যায়। (ii) কোনো দেশ বা অঞ্চলের জন্ম ও মৃত্যুহার আর্থসামাজিক পরিস্থিতি এবং জনসংখ্যার বিবর্তনের স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়। (iii) কোনো দেশ বা অঞ্চলের নির্ভরশীলতার অনুপাত সম্পর্কে ধারণা পাওয়া যায় যা আমাদের ওই দেশ বা অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও অগ্রগতির ধারণা দেয়। (iv) মোট জনসংখ্যার কতটা অংশ মহিলা ও পুরুষ তাও আমরা জানতে পারি। (v) জনসংখ্যা পিরামিডের আকার দেখে পিরামিডটি উন্নত, উন্নয়নশীল কিংবা স্বল্পোন্নত দেশ, সে সম্পর্কে আমরা ধারণা করতে পারি। (vi) জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সম্পর্কেও আমরা বিভ…