ভারতে মানব উন্নয়ন(Human Development in India)

Alborigato
ভারতে মানব উন্নয়ন(Human Development in India) মানবোন্নয়ন সূচক (Human Development Index): UNDP (United Nations Development Programme) রাষ্ট্রপুঞ্জের একটি সুসংবদ্ধ মানব উন্নয়ন কর্মসূচী। মানব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প গৃহীত হয় রাষ্ট্রপুঞ্জের তরফে। মানব উন্নয়নের বিষয়ে কতকগুলি মূল নির্দেশিকার কথা বলা হয়েছে তাদের কর্মসূচীতে। বিশ্বব্যাঙ্ক তাদের আর্থিক সহায়তা কর্মসূচিতে শিক্ষা, আয়, প্রত্যাশিত গড় আয়ু ইত্যাদি বিষয়গুলিকে সূচক হিসেবে ধরে সহায়তা প্রকল্প নির্ধারণ করেন। এই বিষয়গুলিই বেসিক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস (Basic Human Development Indicators) নামে পরিচিত এবং এর ভিত্তিতেই রচিত হয় যে সূচক তাকে HDI বা মানবোন্নয়ন সূচক বলে। এটি দ্বারা কোনো দেশ বা অঞ্চলের মানবোন্নয়ন সম্পর্কে ধারণা করা যায়। এর অন্তর্গত বিষয়গুলির মধ্যে রয়েছে- • জন্মকালীন প্রত্যাশিত গড় আয় (Life Expectancy at Birth): • বয়স্ক সাক্ষরতা (Adult Literacy) • বিদ্যালয়ে নথীভুক্ত করণের অনুপাত (School Enrolment Ratio) শিক্ষার সূচক (Education Index) মোট জাতীয় উৎপাদন-এর সূচক (GDP Index) নিরাপদ জলের সুবিধা পেয়ে থাকে এমন জন…

একটি মন্তব্য পোস্ট করুন