বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি (Global trend of Population Growth)
Alborigato
বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি (Global trend of Population Growth)
বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি (Global trend of Population Growth) সুদূর অতীতে বিশ্বের জনসংখ্যা সম্পর্কে ধারণা আমাদের কাছে অনেকটা অনুমান নির্ভর ছিল। নৃতত্ত্ববিজ্ঞানীদের নানারকম গবেষণা থেকে আমরা জানতে পারি আজ থেকে প্রায় 15 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। বর্তমানে সমগ্র বিশ্বজুড়ে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। তবে জনসংখ্যার এই বৃদ্ধির হার স্থান-কাল ভেদে ভিন্ন প্রকৃতির। বিগত 50 বছরে সমগ্র বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.87%। এই হারে যদি বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধি পায় তবে আগামী দিনে চরম সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা দেখা দেবে। বিশ্বের জনসংখ্যার বৃদ্ধির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে একে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়- (i) সাংস্কৃতিক বিপ্লবের আদিপর্ব: (10 হাজার খ্রিস্টপূর্বাব্দ) : আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে মানুষ আগুনের ব্যবহার শিখেছিল। বিভিন্ন পাথরের ব্যবহার, ধাতু থেকে অস্ত্র নির্মাণ প্রভৃতির মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়। এই সময় জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি ছিল। ফলে জনসংখ্যার তেমন বৃদ্ধি ঘটেনি এই পর্যায়ে সমগ্র পৃথিবীতে মাত্র 53.2 লক্ষ লোকের বসবাস ছিল। (ii) …