ভারতের অরণ্য সম্পদ(Forest Resource of India)
ভারতের অরণ্য সম্পদ(Forest Resource of India) ভূমিকা : প্রকৃতিতে আপনা থেকেই যে উদ্ভিদ জন্মে তাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। স্বাভাবিক উদ্ভিদের বণ্টন ঘন ও ব্যাপক হলে তাকে অরণ্য বলে। ভারতের আয়তনের ১/৫ ভাগ অঞ্চল অরণ্যে আবৃত। ঘন বনভূমি টিকে আছে কেবল দুর্গম পাহাড়ী অঞ্চলে। কৃষি ও বসতি বিস্তারের ফলে সমভূমি প্রায় বনশূন্য হয়ে পড়েছে। ভারতের অধিকাংশ বনভূমি মৌসুমি পর্ণমোচী শ্রেণির হলেও, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের চিরসবুজতা (বৃষ্টিবহুল উত্তর-পূর্ব পাহাড়ী অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ) যেমন রয়েছে, তেমনি নাতিশীতোয় অঞ্চলের সরলবর্গীয় বৃক্ষের সমাবেশও (হিমালয়ে) দেখা যায়। জলবায়ুর সঙ্গে উদ্ভিদের ঘনিষ্ঠ সম্পর্কে এতেই প্রমাণিত হয়। অবশ্য অরণ্য বন্টনে মৃত্তিকা (অম্ল বা ক্ষার প্রধান) এবং ভূ-প্রকৃতিরও (নিম্নভূমি বা পার্বত্য অঞ্চল) কিছু প্রভাব রয়েছে। ভারতের অরণ্যের বন্টনের নিয়ন্ত্রকসমূহ: ১. জলবায়ুঃ জলবায়ুর সঙ্গে উদ্ভিরাজির বন্টনে ঘণিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এই কারণে ভারতের স্বাভাবিক হিসাবে বৃষ্টিপাত ও আর্দ্রতা-র ভূমিকা ভারতের উদ্ভিদ বন্টনে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। অতাধিক বৃষ্টিযুক্ত (২০০ সেমির অধিক) অঞ্চলে যেমন কেরা…