ভারতে জনঘনত্বের তারতম্যের কারণসমূহ(Factors Controlling the Density of Population)

Alborigato
ভারতে জনঘনত্বের তারতম্যে র কারণসমূহ(Factors Controlling the Density of Population) ভারতের সর্বত্র জনবসতির একরকম নয়। কোনো কোনো অঞ্চলে অত্যধিক ঘনবসতি লক্ষ করা যায়। রাজধানী শহর, বাণিজ্য কেন্দ্র, বৃহৎ বন্দর, খনি ও শিল্পাঞ্চল এবং উর্বর মুত্তিকা যুক্ত কৃষি সমৃদ্ধ অঞ্চলে ঘনবসতি লক্ষ করা যায়। অন্যদিকে অনুর্বর মরু অঞ্চল বা বন্ধুর পার্বত্য অঞ্চলে বিরল বসতি লক্ষ করার যায়। ভারতে জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে সিকিমের জনসংখ্যা সর্বনিম্ন। জনসংখ্যার এই অসম বণ্টনের জন্য কিছু প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ দায়ী। আবার জনঘনত্বের বিচারে বিহার (1,102) প্রথম এবং অরুণাচল প্রদেশে। ■ প্রাকৃতিক কারণ: জনঘনত্বের তারতম্যের জন্য দায়ী প্রাকৃতিক কারণগুলি হল- (i) ভূ-প্রকৃতি, (ii) জলবায়ু, (ii) মৃত্তিকা, (iv) নদনদী, (৮) স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি। এসব প্রকৃতি কারণ ভূ-প্রকৃতি, (জেলা বাধ করা). (i) কৃতকৃতি : বন্ধুর পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব সাধারণভাবে কম হয়। এনদিকে নদী অববাহিকা, প্লাবন এ সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি অঞ্চলে এবং পার্বত্য অপেক্ষাকৃত করলে ক্ষেত্রে ঘনবসতি লক্…

একটি মন্তব্য পোস্ট করুন