ভারতীয় নগরগুলিতে গ্রাম-শহর সীমান্ত এলাকার বিবর্তন:(Evolution of Rural-Urban Fringe in Indian Cities)

Alborigato
ভারতীয় নগরগুলিতে গ্রাম-শহর সীমান্ত এলাকার বিবর্তন:(Evolution of Rural-Urban Fringe in Indian Cities) মধ্যযুগে ভারতবর্ষের শহরগুলির বাইরের সীমানা সাধারণত গ্রামীণ এলাকা থেকে পৃথক করার জন্য বহু উচু প্রাচীর (wall) দেওয়া হত। শহরে প্রবেশের ও প্রস্থানের জন্য নির্দিষ্ট কয়েকটি প্রবেশদ্বার (gateway) ছিল। শহর সীমান্তের দেওয়ালের ভিতরের দিকে শহুরে সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন। শহরের বাইরের সীমানায় বসবাসকারী মানুষজন শুধুমাত্র কৃষিকাজে নিযুক্ত থাকতেন। এ ছাড়া পশুপালন, মৎস সম্পদ আহরণ, এমনকি বনজ সম্পদ সংগ্রহের কাজও তাঁরা করতেন। গ্রাম এবং শহরের নির্দিষ্ট সীমানা থাকত। এমনকি যেখানে প্রাচীর থাকত না, সেখানেও গ্রাম-শহরের নির্দিষ্ট সীমারেখা চিহ্নিত থাকত। ভারতীয় শহরগুলির ক্ষেত্রে গ্রাম-শহর সীমান্ত এলাকার উৎপত্তি খুব প্রাচীন নয়। যদিও পাশ্চাত্য দেশগুলিতে গ্রাম-শহর সীমান্ত এলাকার উৎপত্তি বেশ অনেক আগেই ঘটেছিল। 1950-এর দশকে ব্রিটিশ ভারতে বড়ো বড়ো মেট্রোপলিটান শহরগুলি গড়ে উঠতে শুরু করেছিল। এই সময় শহরগুলির চারপাশে যেসব গ্রাম থাকত সেখানে cantonment তৈরি করা হত। ব্রিটিশদের সময় শহর এবং নগরগুলির সম্প্রসারণ নতুন নতুন cantonm…

একটি মন্তব্য পোস্ট করুন