ভারতে নগর বসতির প্রভাবে পরিবেশগত সমস্যা(Environmental Problems of Urban Settlement in India):
ভারতে নগর বসতির প্রভাবে পরিবেশগত সমস্যা(Environmental Problems of Urban Settlement in India): ভারত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় নগরায়ণের হারে বেশ পিছিয়ে আছে। মাত্র 27.78% মানুষ এদেশে শহরে বসবাস করেন। কিন্তু তা সত্ত্বেও বিশ্বায়ন, নগরায়ণের প্রভাবে শহরগুলিতে বসতির সংখ্যা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এসব নগরবসতির প্রভাবে প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। 2030 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের 50% লোক শহরে বসবাস করবেন যার ফলে পরিবেশগত সমস্যা আরও জটিল হয়ে উঠবে। ■ প্রাকৃতিক পরিবেশে প্রভাব (Impact on Physical Environment): ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশে শহরবসতির দ্রুত বিস্তারের ফলে প্রাকৃতিক পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। • প্রাকৃতিক পরিবেশের দূষণ (Environmental Pollution): দ্রুত হারে নগরায়ণ, শিল্পায়ন এবং বসতির সংখ্যা বৃদ্ধির জন্য বায়ু, মাটি, জল দূষিত হচ্ছে। এই দূষণের প্রভাব উদ্ভিদজগৎ, প্রাণীজগৎ এবং মানুষের ওপর পড়ছে। উন্নত দেশগুলির প্রযুক্তিবিদ্যা অনেক উন্নতমানের। ফলে দূষণ প্রতিরোধে ওই দেশগুলি প্রতিরোধমূলক বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। কিন্তু অনুন্নত বা ভারতের মতো …