সুন্দরবনের পরিবেশ ও জীব বৈচিত্র্য(Environment and Biodiversity of Sundarban)

Alborigato
সুন্দরবনের পরিবেশ ও জীব বৈচিত্র্য(Environment and Biodiversity of Sundarban)
সুন্দরবনের পরিবেশ ও জীব বৈচিত্র্য(Environment and Biodiversity of Sundarban) ভূমিকা: পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে সুন্দরবন প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটার। এলাকায় ১০৬টি ছোটো বড়ো দ্বীপ মিলিয়ে ব্যাপ্ত। ক্রান্তীয় বনভূমি, লবণাক্ত জলের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ১৯৯৭ খ্রীস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (World Heritage Site) হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুন্দরবনে রয়েছে অসংখ্য বন্য ও জলজ প্রানী; প্রায় ৩৫৬ প্রজাতির পাখি, প্রায় ৩৫০ প্রজাতির মাছ, এগারো প্রজাতির কচ্ছপ, ৩৭প্রজাতির সর্প এবং অসংখ্য প্রজাতির টিকটিকি, ব্যাঙ ও কাকড়া আরোও ধরণের প্রাণী এবং সর্বপরি সুন্দরবনের প্রধান আকর্ষণ ও সুন্দরবন বাস্তুতন্ত্রের শীর্ষে থাকা রয়‍্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ (Sunderbans' Natural Environment): সুন্দরবন অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাদ্বয়ের দক্ষিণতম অংশ নিয়ে গঠিত। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর প্রায় ৪,২৬২ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত নদী-নালা-খাড়ি অধ্যুষিত ম্যানগ্রোভ অঞ্চল বঙ্গোপসাগর উপকূলে ভারতের অন্তর্ভুক্ত থাকে। সুন্দরবনের অপেক্ষাকৃত বড় অংশ (৫.৩৩৮ কি. মি.) পড়ে তদ…

একটি মন্তব্য পোস্ট করুন