মহাদেশ অনুসারে জনসংখ্যার বণ্টন (Distribution of Population by Continents)
Alborigato
মহাদেশ অনুসারে জনসংখ্যার বণ্টন (Distribution of Population by Continents) মহাদেশ অনুসারে জনসংখ্যার বণ্টন (Distribution of Population by Continents) পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ শুধু আয়তনগত দিক থেকেই বৃহত্তম নয়, জনসংখ্যার দিক দিয়েও এই মহাদেশ বৃহত্তম জনবহুল মহাদেশে পরিণত হয়েছে। 1. এশিয়া মহাদেশ (Asia): পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ হল এশিয়া। 2011 খ্রিস্টাব্দের পরিস, অনুসারে এই মহাদেশের লোকসংখ্যা প্রায় 415 কোটি 70 লক্ষ। প্রতি বর্গকিমিতে গড়ে 122 জন ও বসবাস করেন। এশিয়া মহাদেশের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 12.7 (2010) এই মহাদেশে অধিক লোক বসবাস করার কারণগুলি হল- (1) কৃষিকাজের উপযোগী জলবায়ু বিরাজ করছে। (ii) গঙ্গা, হোয়াংহো, ইয়াংসি-কিয়াং, পদ্মা প্রভৃতি নদীর বিস্তীর্ণ পলিগঠিত উর্বর সমতল ছে প্রচুর কৃষিজ ফসল উৎপাদিত হয় বলে জনবসতি খুবই ঘন। (iii) শিল্পের প্রসার ও বিজ্ঞানের উন্নতি। (iv) কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি। (v) চিকিৎসার উন্নতি এবং মৃত্যুহার হ্রাস পাওয়া। (vi) অধিক জন্মহার। (vii) পরিবার পরিকল্পনায় উদাসীনতা। (viii) শিক্ষার স্বল্পহার। 2. আফ্রিকা (Africa) মহাদেশ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল মহাদেশ হল আফ্রিকা। এই মহাদেশে জনসংখ্যা 103 কোটিরও (2011) বেশি। নীলনদের অববাহিকা, মরক্কো, টি…