বিক্ষিপ্ত জনবসতি (Dispersed or Scattered Settlemen)
Alborigato
বিক্ষিপ্ত জনবসতি (Dispersed or Scattered Settlemen)
বিক্ষিপ্ত জনবসতি (Dispersed or Scattered Settlemen) এই ধরনের বসতির ক্ষেত্রে একটি বাড়ি থেকে অন্য বাড়িগুলি অধিক দূরত্বে অবস্থান করে। কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার খামার বসতিগুলি এধরনের বসতির উদাহরণ। এখানে দুটি কিংবা তিনটি গরিবার একসঙ্গে বসবাস করে। পশ্চিমবঙ্গোর জলপাইগুড়ি জেলার 'জোত' বা টাড় গ্রাম অথবা রাঁচি মালভূমির জঙ্গলের নিকটও ধরনের বসতি দেখা যায়। নদিয়া ও মুরশিদাবাদ জেলার সীমান্ত অঞ্চলে একটি বসতি অন্য বসতি থেকে দূরে অবস্থান করে। এদেরকে 'কালান্তর' বলা হয়। ■ বৈশিষ্ট্য (Characteristics): বিক্ষিপ্ত জনবসতির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষণীয়- (ক) দুটি বাড়ি বা বসতির মধ্যে যথেষ্ট দূরত্ব থাকে। (খ) পরিবারগুলি খুব ছোটো ছোটো হয়। (গ) সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে অধিবাসীরা পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকেন। ■ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ: (i) কস্তুর ভূপ্রকৃতি (Rugged Landscape): অধিকাংশ বিক্ষিপ্ত জনবসতি বন্ধুর পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে। কৃষিজমির অভাবের জন্যই এমন বসতি গড়ে ওঠে। পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বিস্তৃত ক্ষুদ্রায়তন কৃষিজমিকে কেন্দ্র করে এসব বসতি গড়ে উঠেছে। (ii) বৃহদায়তন জোত (La…