জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের পার্থক্য(Difference between Population Density and Man-land ratio)

Alborigato
জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের পার্থক্য(Difference between Population Density and Man-land ratio) কোনো দেশের জমির সঙ্গেঙ্গ জনসংখ্যার সম্পর্ক আমরা জনঘনত্ব ও মানুষ-জমির অনুপাতের মাধ্যমে নির্দেশ করে থাকি। তবে জনঘনত্ব ও মানুষ-জমি অনুপাতের মধ্যে নিম্নলিখিত পার্থক্য লক্ষণীয়- (i) প্রতি বর্গকিমিতে যত জন লোক বসবাস করে তাকে জনবসতির ঘনত্ব বা জনঘনত্ব বলে। অর্থাৎ, মোট জমি এবং মোট জনসংখ্যার অনুপাত হল জনবসতির ঘনত্ব। অপরপক্ষে মানুষ-জমি অনুপাত হল প্রতি বর্গকিমি সম্পদ উৎপাদনকারী জমিতে বসবাসকারী মানুষের সংখ্যা অর্থাৎ মোট কার্যকর জমি এবং মোট জনসংখ্যার অনুপাতই হল মানুষ-জমি অনুপাত। (ii) জনবসতির ঘনত্ব একটি পরিমাণগত দিক তুলে ধরে। কোনো দেশে প্রতি বর্গকিমি জমিতে কতজন লোক বসবাস করে তা আমরা জনবসতির ঘনত্ব থেকে জানতে পারি। বর্তমানে ভারতে জনবসতির ঘনত্ব প্রায় 382 জন প্রতি বর্গকিমি। কিন্তু মানুষ-জমি অনুপাত একটি গুণগত সম্পর্ক নির্দেশ করে। 2008 খ্রিঃ মিশরের মানুষ-জমি অনুপাত ছিল 2426 জন। (iii) জনবসতির ঘনত্ব থেকে আমরা কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান বুঝতে পারি না। কি মানুষ-জমি অনুপাত থেকে আমরা কোনো দেশের মানুষের জীবনযাত্রার ম…

একটি মন্তব্য পোস্ট করুন