জনসংখ্যার বিবর্তন তত্ত্ব (Demographic Transition Theory)

Alborigato
জনসংখ্যার বিবর্তন তত্ত্ব (Demographic Transition Theory) জনসংখ্যা বৃদ্ধির হার দেশ ও কালগতভাবে বিভিন্ন প্রকৃতির হয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আছে। তাই অর্থনৈতিক উন্নয়নের একাধিক স্তর থাকে। এসব স্তর জনসংখ্যা বৃদ্ধির হারকে প্রভাবিত করে। জনসংখ্যার স্তর পরিবর্তন সম্পর্কিত মতবাদের (Demographic Transition Theory) মাধ্যমে জনসংখ্যাসংখ্যার বৃদ্ধির হারের পরিবর্তন ব্যাখ্যা করা হয়। Warren Thompson 1929 সালে সর্বপ্রথম জন বিবর্তন তত্ত্বটি প্রকাশ করেন। Thompson (1929), Notestein (1945), Blacker (1947) প্রমুখ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীগণ লক্ষ করেন যে, জন্মহার ও মৃত্যুহারের সঙ্গে মানুষের আর্থসামাজিক অবস্থার গভীর সম্পর্ক আছে এবং এই ধারণার পরিপ্রেক্ষিতে Demographic Transition Theory' গড়ে উঠেছে। এই তত্ত্বের মূল কথা হল এই যে, কোনো দেশের সমাজ ও অর্থনীতির সঙ্গে ওই দেশের জন্মহার ও মৃত্যুহারের পারস্পরিক সম্পর্ক লক্ষ করা যায়। ■ জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নিম্নলিখিত পর্যায় লক্ষণীয়- প্রথম পর্যায় : উচ্চজন্মহার ও উচ্চমৃত্যুহার সমাজ ও অর্থনীতির দুর্বল অবস্থা। কৃষিভিত্তিক অর্থনীত…

একটি মন্তব্য পোস্ট করুন