আন্তর্জাতিক পরিব্রাজনের বর্তমান গতিপ্রকৃতি(Current trends in International Migration)
আন্তর্জাতিক পরিব্রাজনের বর্তমান গতিপ্রকৃতি (Current trends in International Migration) বিশ্ব সভ্যতার ইতিহাসে মানুষের দলে দলে পরিব্রাজনের অসংখ্য ঘটনা আছে। উদাহরণস্বরূপ বলা যায় 1846 খ্রি: থেকে 1939 খ্রি: পর্যন্ত ইউরোপ থেকে 59 মিলিয়ন লোক উত্তর ও দক্ষিণ আমেরিকার উদ্দেশ্যে চলে এসেছিল। International Organisational Migration (IOM) দাবি করেছে যে, 1965 খ্রি: থেকে 2000 খ্রি: মধ্যে পৃথিবীতে পরিব্রাজনকারী মানুষের সংখ্যা 75 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে হয় 150 মিলিয়ন। UN Population Division 2002 খ্রি: পরিসংখ্যান দিয়ে বলে যে, 185 মিলিয়ন লোক তাদের দেশের বাইরে 12 মাস ধরে আছেন। বর্তমানে প্রায় উদ্বাস্তু মানুষ বা Internally Displaced Persons (IDPS)-এর সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যেসব আন্তর্জাতিক পরিব্রাজনের ঘটনা ঘটছে সেগুলি বেশি অনুন্নত দেশগুলির মধ্যে সম্পন্ন হচ্ছে। Philip L. Martin তাঁর রচিত "Migration hump" তত্ত্বে উল্লেখ করেন যে উদারনীতিকরণের ফলে পরিব্রাজনের দীর্ঘমেয়াদি হার কমেছে কিন্তু স্বল্পমেয়াদি পরিব্রাজনের হার বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পৃথিবীর বেশির ভাগ দেশগুলিতে রাজনৈতিক নিয়মের বে…