গ্রামীণ বসতির ধরণ ও বিন্যাসের মধ্যে তুলনা (Comparsion between types and patterns of settlements):

Alborigato
গ্রামীণ বসতির ধরণ ও বিন্যাসের মধ্যে তুলনা (Comparsion between types and patterns of settlements): বসতির ধরন ও বিন্যাস অনেকসময় প্রায় সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। তবে এই দুইয়ের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য বর্তমান। প্রথমত , জনবসতির প্রকারভেদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট গ্রামের সীমানার মধ্যে এক বা একাধিক ভূখন্ডে অবস্থিত বসতবাড়িগুলির মধ্যবর্তী দূরত্বকে বিচার বিশ্লেষণ করে আমরা যে ধারণা পাই তাকে বোঝায়। "Pattern refers to the spatial arrangement of settlements in relation to another অর্থাৎ কোনও একটি বসতির সাপেক্ষে অন্য একটি বসতির অবস্থানের জন্য যে বিশেষ নক্সা তৈরি হয় তাকে বিন্যাস বা ধাঁচ বলা হয়। এগুলি নির্দিষ্ট জ্যামিতিক নক্সা তৈরি করে। এমরি জোন্স-এর মতে, জনবসতির বিন্যাস বলতে ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্যান প্রভৃতির পারস্পরিক অবস্থানের ফলে যে জ্যামিতিক নক্সা তৈরি হয় তাকে জনবসতির বিন্যাস বলে। দ্বিতীয়ত , জনবসতির প্রকার বলতে কোনো এলাকায় বসতি বা ঘড়বাড়ির সংখ্যা ওই এলাকার মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বোঝায়। কিন্তু গ্রামীণ বসতির বিন্যাস ওই জনবসতির সঙ্গে সম্পর্কিত প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূমিরূপের পারস্পারিক সম্প…

একটি মন্তব্য পোস্ট করুন