ভারতের জলবায়ু, মৃত্তিকা ও উদ্ভিদ(Climate, Soil and Vegetation of India)
ভারতের জলবায়ু, মৃত্তিকা ও উদ্ভিদ(Climate, Soil and Vegetation of India) ভারতের জলবায়ুর (Climate of India) ভারতকে 'মৌসুমি বায়ুর দেশ' কেন বলে? গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সমগ্র ভারতে প্রভাব বিস্তার করে এবং ভারতে অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় এবং এই বায়ু শুষ্ক থাকায় বৃষ্টিপাত হয় না। সুতরাং সামগ্রিক বিবেচনায় ভারতের জলাবায়ু গ্রীষ্মকালীন ও শীতকালীন এই দুই মৌসুমি বায়ু দ্বারাই অধিক প্রভাবিত। তাই ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয়। ▲ ভারতে জলবায়ুর বৈশিষ্ট্য: ভারত মৌসুমি বায়ুর দেশ। জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল: ১. আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। ২. আর্দ্র গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় শুদ্ধ শীতকালীন মৌসুমি বায়ু ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। ৩. বৃষ্টিপাত একটানা হয় না। মাঝে মাঝে সাময়িক বিরতি ঘটে। ৪. বৃষ্টিপাতের পরিমাণ প্রধানত ভূ-প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। [১] শীত ঋতু (ডিসেম্বর-ফেব্রুয়ারি): ভারত উত্তর গোলার্ধে অবস্থিত। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় সমগ্র ভারতে উত্তাপের পরিম…