ম্যাকেঞ্জির শ্রেণিবিভাগ (Classification of Mackinzee):

Alborigato
ম্যাকেঞ্জির শ্রেণিবিভাগ (Classification of Mackinzee): অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর নির্ভর করে ম্যাকেঞ্জি শহরের শ্রেণিবিভাগ করেছেন। তাঁর শ্রেণিবিভাগ হল নিম্নরূপ- (i) প্রাথমিক কার্যাবলি ভিত্তিক শহর (Town based on Primary Economic Activity): প্রাথমিক কার্যাবলির ওপর নির্ভর করে এই ধরনের শহরগুলি গড়ে ওঠে। কৃষিকাজ, পশুপালন, মৎস শিকার প্রভৃতি প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলির অন্তর্গত। পশ্চিমবঙ্গের বর্ধমান, জুনপুট শহর এর উদাহরণ। (ii) ব্যাবসাবাণিজ্য ভিত্তিক শহর (Town based on Trade and Commerce): ব্যাবসাবাণিজ্যের ওপর নির্ভর করে এই জাতীয় শহরের পত্তন হয়। উৎপাদিত বিভিন্ন দ্রব্য বিক্রির জন্য স্থানীয় বাজারের ওপর নির্ভর করে বাণিজ্যিক নগর তৈরি হয়। মুম্বাই, কলকাতা, শিলিগুড়ি বাণিজ্যিক শহরের উদাহরণ। (ii) শিল্প শহর (Industrial Town): প্রাথমিক কার্যাবলির মাধ্যমে যেসব দ্রব্য সংগ্রহ করা হয় সেগুলি ব্যবহার করে বিভিন্ন শিল্পদ্রব্যে পরিণত করা হয়। এরপর এগুলির নতুন মূল্য আরোপ করে বাজারে শিল্পজাত দ্রব্যরূপে বাজারে বিক্রি করা হয়। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, হলদিয়া শিল্প শহর। (iv) অনুৎপাদনমূলক কার্যাবলিভিত্তিক শহর (Non-production …

একটি মন্তব্য পোস্ট করুন