বিভিন্ন প্রকার জনসংখ্যা পিরামিড (Classification of Age-Sex or Population Pyramid)
Alborigato
বিভিন্ন প্রকার জনসংখ্যা পিরামিড (Classification of Age-Sex or Population Pyramid) বিভিন্ন প্রকার জনসংখ্যা পিরামিড (Classification of Age-Sex or Population Pyramid) বিভিন্ন দেশের জনসংখ্যা পিরামিডের সাদৃশ্য ও পার্থক্য বিশ্লেষণ করে জনসংখ্যাবিদগণ পাঁচ প্রকার জনসংখ্যা পিরামিড চিহ্নিত করেছেন। এগুলি হল- • প্রথম শ্রেণির জনসংখ্যা পিরামিড (Type-1): এই ধরনের পিরামিডের ভূমিভাগ বেশ চওড়া প্রান্তদ্বয় মৃদু ঢালু হয়। যেসব দেশের- (1) জন্মহার ও মৃত্যুহার খুব বেশি, (ii) শিশু ও যুবকের সংখ্যা খুব বেশি, (iii) স্বল্পবয়স্ক নির্ভরশীলতার পরিমাণ খুব বেশি সেই সব দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি এ ধরনের হয় পিরামিডের শীর্ষভাগ অপ্রশস্ত এবং তার উচ্চতাও বেশি হয় না। জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি বলেই 15 বছর বা তার কম বয়সী কিশোর-কিশোরী ও শিশুর সংখ্যা বেশি। মৃত্যুহার বেশি বলে ৩০ বছর বা তার বেশি-বয়স্ক জনসংখ্যাও কম। এই ধরনের পিরামিড অনুন্নত সমাজ ব্যবস্থাকে নির্দেশ করে। উদাহরণ-ইথিওপিয়া, বুয়ান্ডা, নাইজেরিয়া, বাংলাদেশ প্রভৃতি দেশের জনসংখ্যা পিরামিড এই ধরনের • দ্বিতীয় শ্রেণির জনসংখ্যা পিরামিড (Type-II): ধরুন ।-এর তুলনায় ধরন II পিরামিডের ভূমি আরও চওড়া এবং প্রান্তদ্বয় ভূমি থেকে অনেক বেশি বাঁক নিয়ে শীর্ষবিন্দুতে মিলিত হয়। …