আন্তর্জাতিক পরিব্রাজনের কারণ (Causes of International Migration)

Alborigato
আন্তর্জাতিক পরিব্রাজনের কারণ (Causes of International Migration)
আন্তর্জাতিক পরিব্রাজনের কারণ (Causes of International Migration) বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য কারণে আন্তর্জাতিক পরিব্রাজন ঘটে। অন্তভা পনির দিদির কারণগুলিকে আকর্ষণজনিত কারণ (Pull factors) এবং বিকর্ষণজনিত কারণ (Path loca এই দুই ভাগে ভাগ করা যায়। • আকর্ষণজনিত কারণ (Pull factors): যেসব কারণ বা নিয়ন্ত্রক বা উপাদানগুলি একদেশের মানুয়েত অন্যদেশে যাওয়ার জন্য আকৃষ্ট করে, তাকে আকর্ষণ জনিতকারণ বলে। এসব কারণগুলির মধ্যে পুররুয় হল- আরও উন্নততর বৃত্তি কিংবা চাকরির সুযোগ-সুবিধা। শিক্ষা ও চিকিৎসায় বিশেষ সুযোগ-সুবিধা। অধিক অর্থ উপার্জনের সুযোগ-সুবিধা বিশেষ করে বিভিন্ন ধরনের ব্যাবসায়িক কাজকা সুযোগ-সুবিধা। (i) তৃতীয় বিশ্বের দেশগুলির ব্যক্তিগণের উন্নত দেশগুলিতে গিয়ে চাকরি করা ও বসবাস ইচ্ছা। (৮) গন্তব্য দেশের পরিব্রাজন সংক্রান্ত সরলনীতি। (৯) গন্তব্য দেশের বিভিন্ন সুযোগ-সুবিধা। • বিকর্ষণজনিত কারণ (Push factors): (৫) সামাজিক নিরাপত্তার অভাব। (ii) যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয়, যেমন- বন্যা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন অন্য দেশের নিরাপদ জায়গায় পৌঁছে যান। (iii) কর্মসংস্থানের সুযোগ-সুবিধা না থা…

একটি মন্তব্য পোস্ট করুন