ভট্টাচার্য ও ভট্টাচার্যের শ্রেণিবিভাগ:
ভট্টাচার্য ও ভট্টাচার্যের শ্রেণিবিভাগ: -সমাজবিজ্ঞানী বারজেলের পৌর বসতির শ্রেণিবিভাগ অনুসরণ করে ভট্টাচার্য এবং ভট্টাচার্য (1977 খ্রিঃ) ভারতের শহরগুলিকে ১টি শ্রেণিতে ভাগ করেছেন। এগুলি হল- (৫) অর্থনৈতিক কেন্দ্র (ডিগবয়, ঝরিয়া) জনসংখ্যা ও বসতি ভূগোল (ii) সাংস্কৃতিক কেন্দ্র (বারাণসী, বৃন্দাবন, মথুরা), (iii) রাজনৈতিক কেন্দ্র (দিল্লি, গোয়ালিওর), (iv) বিনোদনমূলক কেন্দ্র (দার্জিলিং, পুরী), (৮) আসান শহর (দমদম), (গ) প্রতীকমূলক নগর (Symbolic city). (vii) বহুবিধ বহুমুখী নগর (পাটনা, কলকাতা)। . আয়তনের ভিত্তিতে শহরের শ্রেণিবিভাগ(Classification of towns on the basis of size) : জনসংখ্যার ভিত্তিতে শহরের শ্রেণিবিভাগ করতে গিয়ে অনেকে শহরকে এটি ভাগে বিভক্ত করেছেন। এক্ষেত্রে কোনো শহর বসতিতে মোট জনসংখ্যা এবং জনঘনত্বকে প্রাধান্য দেওয়া হয়। মোট জনসংখ্যা এবং জনঘনত্বের ভিত্তিতে ছোটো শহর, মাঝারি শহর, নগর, মহানগর- এই চারটি শ্রেণিতে ভাগ করা যায়। (1) ছোটো শহর যেসব শহরের জনসংখ্যা 50000-এর কম (ii) মাঝারি শহর যেসব শহরের জনসংখ্যা 50000-99999 জন। (ii) নগর : যেসব শহরের জনসংখ্যা 100000 জন। (iv) মহানগর : যেসব শহরের জনসংখ্যা 10,00000 জন। . ভার…