উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল
উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চল দক্ষিণের তরাই ও ডুয়ার্স এলাকা থেকে হঠাৎ খাড়া হয়ে উঠে গেছে এবং নদীগুলো গভীর খাত কেটে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে। সমতলের মাত্র ১৫০মিটার থেকে শুরু হয়ে সমোন্নতিরেখা উঃ পঃ-এ এটি সান্দাকফুর কাছে ৩৬০০ মিটার সমোন্নতিরেখার মান অতিক্রম করেছে। দুটি শৈলশিরা (Transverse Range) উত্তর-দক্ষিণ বিস্তৃত হয়ে পশ্চিমে সিংগলিলা ও পূর্বে ডংকিয়াকে প্রায় বেষ্টন করে রেখেছে। এই অঞ্চলের ভূপ্রকৃতি ভূ -তত্ত্ব ও ভূমিরূপ প্রক্রিয়ার পারস্পরিক ক্রিয়ায় এক বিশিষ্ট রূপ পেয়েছে। অসংখ্য ছোটো বড় নদী বিন্যাস অঞ্চলটিকে কর্তৃক করে অতি বন্ধুর করেছে। শৈলশিরা ও উপত্যকার সমন্বয়ে ভূ-প্রকৃতি বৈচিত্র্যময় ও শোভামণ্ডিত ভূমিরূপ সৃষ্টি করেছে। প্রধান নদী তিস্তার উপত্যকা উত্তর-দক্ষিণে বিস্তৃত হয়ে সমগ্র অঞ্চলকে পূর্ব ও পশ্চিম এই দুই অংশে বিভক্ত করেছে। সমগ্র অঞ্চলটিকে- ক. তিস্তার পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল ও খ. তিস্তার পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে বিভক্ত করা যায়। তিস্তার পশ্চিম দিকে পার্বত্য অঞ্চল: এখানে রয়েছে সিংগলিলা ও দার্জিলিং শৈলশ্রেণি। সিংগলিলা পর্বতশ্রেণি দার্জিলিং ও নেপাল সীমান্তে অবস্থ…