মধ্য ও দক্ষিণ বঙ্গের পলিগঠিত সমভূমি
মধ্য ও দক্ষিণ বঙ্গের পলিগঠিত সমভূমি (i) রাঢ়: ভাগীরথী-হুগলির পশ্চিমে এবং পশ্চিমের তরঙ্গায়িত সমভূমি ও মালভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত রাঢ় অঞ্চলের সমভূমি। এটি ভাগীরথী-হুগলি ও পশ্চিমের মালভূমি থেকে আসা নদীবাহিত পলি দ্বারা গঠিত। বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত। প্রাচীন পলিমাটি দিয়ে গঠিত এই অঞ্চলটির মাটির রং হয়েছে লাল। রাঢ় অঞ্চলের প্রধান নদীগুলি হল-অজয়, দামোদর, ময়ূরাক্ষী, বক্রেশ্বর, শিলাবতী, কংসাবতী প্রভৃতি। কৃষিকার্যে এই অঞ্চলটি বেশ অগ্রসর। (ii) বাগরী: ভাগীরথীর পূর্বদিকে বাগ্রি মূলত নবীন পলি দ্বারা গঠিত, হালকা গঠন এবং মৃত্তিকা সামান্য অম্ল ধর্মী থেকে নিরপেক্ষ হওয়ায় চাষআবাদ ভাল হয়। ভাগীরথী-জলঙ্গীর প্রবাহ বরাবর স্বাভাবিক বাঁধ গঠিত হয়েছে। অসংখ্য খাল, বিল ও জলাভূমি এই স্বাভাবিক বাঁধ সংলগ্নে রয়েছে। ভূমিভাগের উচ্চতা সর্বাধিক সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বাধিক ১৫ মিটার উচ্চতা এবং স্বাভাবিক বাঁধ এবং নদী তীরবর্তী উচ্চভূমির উচ্চতা ২০ মিটারের বেশি নয়। নদীর আঁকাবাঁকা গতিপথ অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করেছে। বিশেষত নাকাশিপাড়া, কালিগঞ্জ ইত্যাদি অঞ্চলে। চাপরাবিল, কুটিরবিল,…