উত্তরের সমভূমি

Alborigato
উত্তরের সমভূমি
উত্তরের সমভূমি উত্তরের সমভূমি দু'টি প্রধান ভাগে বিভক্ত (i) উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং (ii) উত্তরবঙ্গের দক্ষিণাংশের সমভূমি। (i) উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল: বিস্তার- হিমালয়ের পাদদেশে দার্জিলিং জেলা, কোচবিহার ও জলপাইগুড়ির উত্তরাংশ নিয়ে গঠিত উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল। • ভূমিরূপ- উত্তরবঙ্গের হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশের ঢালু সমভূমি অঞ্চল নিয়ে তরাই ও ডুয়ার্স সমভূমি গঠিত হয়। হিমালয়ের পাদদেশে শিলিগুড়ি-জলপাইগুড়ি সমভূমি অঞ্চলে হিমালয় থেকে নেমে আসা নদীগুলির নুড়ি, বালি, পলি ইত্যাদি জমে বিস্তীর্ণ এই সমভূমি অঞ্চলটি সৃষ্টি করেছে। • তরাই - তিস্তা নদীর ডানদিকের অর্থাৎ পশ্চিমাংশটি তরাই নামে পরিচিত। মূলত শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ির কিয়দংশ ও উত্তর দিনাজপুরের উত্তরভাগ নিয়ে তরাই অঞ্চলটি গঠিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই নিম্নভূমিটির অনেকাংশ জলা, জঙ্গলে পরিব্যপ্ত এবং একটি স্যাতসেতে পরিবেশ সৃষ্টি করেছে। • ডুয়ার্স - তিস্তা নদীর বামদিকের অর্থাৎ পূর্বদিকের সমভূমি অঞ্চলটি ডুয়ার্স (Doors) নামে পরিচিত। ডুয়ার্স শব্দের অর্থ Door বা দরজা। আসলে উত্তরবঙ্গের সমভূমির সঙ্গে ভূটান যাবার অনেকগুলি প…

একটি মন্তব্য পোস্ট করুন