পরিকল্পনাকালে পশ্চিমবঙ্গে খনিজ সম্পদ উন্নয়নঃ
পরিকল্পনাকালে পশ্চিমবঙ্গে খনিজ সম্পদ উন্নয়নঃ স্বাধীনতা লাভের বিভিন্ন পরিকল্পনাকালে খনিজ সম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এই উপলক্ষে খনিজ সম্পদ অনুসান, বর্তমানের খনিগুলি থেকে খনিজ উত্তোলনের সুব্যবস্থা ইত্যাদির দিকে লক্ষ্য দেওয়া হয়। যে সকল নতুন খনিজ ভান্ডার আবিষ্কৃত হয় সেগুলির মধ্যে আছে- • চুনাপাথরের বিরাট সপ্তয় পুরুলিয়ার ঝালদায় এবং বিক্ষিপ্তভাবে মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান ও জলপাইগুড়ি জেলায় এই খনিজের অবস্থান। • দার্জিলিংয়ে তামার আবিষ্কার। • মেদিনীপুর জেলার বেলপাহাড়ী অঞ্চলে ম্যাঙ্গানিজ-এর সঞ্চয়ের সান। • জলপাইগুড়ি জেলার বক্সাদুয়ার এলাকায় ডলোমাইটের সান। • বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে চীনামাটির সন্বয় আবিষ্কার। • বাঁকুড়ার ঝিলিমিলিতে উলফ্রাম-এর আবিষ্কার। খনিজ তেল অনুসানের জন্য ONGC-র উদ্যোগে নিম্ন-গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের কয়েক স্থানে বেশ কয়েকটি তেলের কূপ খনন করা হয়েছে এবং রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশে আরো কিছু কূপ খনন করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রাপ্ত খনিজ সম্পদের বণ্টনঃ পশ্চিমবঙ্গো খনিজ সম্পদ কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়। তবে কয়লা ছাড়া কোনো মূল্যবান খনিজ সম্পদে এই রাজ্য সমৃদ্ধ নয়। বিভিন্ন…