দার্জিলিং-এ পর্যটন

Alborigato
দার্জিলিং-এ পর্যটন
দার্জিলিং-এ পর্যটন ভূমিকা: "পাহাড়ের রানী" (Queen of the hills) আখ্যায় ভূষিত দার্জিলিং হিমালয়-এর অনন্য প্রাকৃতিক শোভা তার তুষারাবৃত পর্বতশৃঙ্গে, পর্বতগাত্রে ঘন সবুজ অরন্য ও গ্রীষ্মে রাডোডেনড্রনের রক্তিম শোভা, গভীর নদী উপত্যকা, অসংখ্য জলপ্রপাত ও প্রাকৃতিক ঝোড়া, সবুজ চা বাগিচার চাদর বিছানো নাতিটাল পর্বতগাত্র, খাড়াই ভৃগুতট, সুদৃশ্য অভিক্ষিপ্তাংশের যোগাযোগ (Interlocking Spur), গভীর মেঘে ঢাকা উপত্যকা, শৈলশীর্ষে মেঘের আনাগোনা, বরফে মোড়া শৈলশিরায় রোদের সোনালী রূপোলি প্রতিফলন, সূর্যোদয় ও সূর্যাস্তে তুষারশৃঙ্গগুলির রঙবদল ইত্যাদির অনবদ্য সৌন্দর্য্য দেশী বিদেশী পর্যটকদের বারে বারে দার্জিলিং-এ নিয়ে আসে। এছাড়াও শহরাঞ্চলে ও উপকন্ঠে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। দার্জিলিং চিড়িয়া খ ানা, মিউজিয়াম, রক গার্ডেন, ওয়ার মেমোরিয়াল, টয়ট্রেন, রোপওয়ে ইত্যাদি মনুষ্যসৃষ্ট নিদর্শনগুলিও অন্যতম আকর্ষণ।। পর্যটনের প্রকারভেদ ও কর্মকান্ড (Tourism Types andActivities): বিভিন্ন পর্যটন আকর্ষণ কর্মকান্ডের মধ্যে রয়েছে; (১) এ্যাডভেঞ্চার টুরিজম যেমন, ট্রেকিং, ক্লাইম্বিং, রিভার র‍্যাষ্টিং, টেন্টে রাত্রিযাপন ও বিপদসংকুল পথে…

একটি মন্তব্য পোস্ট করুন