সুন্দরবন কেন বন্যাপ্রবণ
সুন্দরবন কেন বন্যাপ্রবণ ক. প্রাকৃতিক কারণ: • দ্বীপগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্যই উপরে। তাই ঘূর্ণীঝড়জনিত সামুদ্রিক জলোচ্ছাসে সহজেই জলমগ্ন হয়ে পড়ে। • উপকূলবর্তী অঞ্চলে অরণ্যহ্রাস ও উপকূল ক্ষয়-এর দরুণ স্থলভাগে জলের অনুপ্রবেশ সহজ হয়। • জোয়ারের সময় বর্ষার জলে স্ফীত নদীগুলিতে জোয়ারের জল ও বৃষ্টির জল মিলেমিশে বন্যার কারণ হয়। • ঘূর্ণীঝড়ে সমুদ্রের জলের অনুপ্রবেশে নদীখাতের ধারণক্ষমতাকে ছাড়িয়ে গেলে বন্যা হয়। • জলবায়ুর পরিবর্তন: পৃথিবীব্যাপী উন্নতাবৃদ্ধির প্রভাবে সমুদ্রজলপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধির ফলে কিছু কিছু দ্বীপ সহজেই জলমগ্ন হয়ে পড়ে। খ. মানবিক কারণ: • জলনিকাশি নালাগুলি বুজিয়ে চাষবাস, রাস্তাঘাট নির্মাণ হওয়ায় নিকাশি ব্যবস্থায় বাধা ঘটে। ফলে বৃষ্টির জলমগ্নতা বাড়ে। • নদী বাধের উপরে বসবাস, কৃষি ও অন্যান্য কাজ। • নদী চরে বসতি ও চাষবাস। • নদীতীরবর্তী ও উপকূলবর্তী অরণ্যচ্ছেদনে নদী ও সামুদ্রিক খাড়িগুলিতে পলির পরিমাণ বৃদ্ধি করে জলধারণ ক্ষমতা হ্রাস করে। • নদীর তীরবর্তী নিম্নভূমিতে বসবাস গড়ে ওঠায় বন্যার জল প্লাবিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত জনজাতি: সুন্দরবন বসতযোগ্য করে তুলতে সেই ১৮ শতকে এই অঞ্চলের জমিদারগণ ছোটোনাগপুর মালভূম…