মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক

Alborigato
মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক
মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক   মুর্শিদাবাদ জেলা ২৩°৪৩′৩০″ উত্তর থেকে ২৪°৫০′২০″ উত্তর এবং ৮৭°৪৯′ পূর্ব থেকে ৮৮°৪৬' পূর্ব পর্যন্ত বিস্তৃত। জেলার সমগ্র আয়তন ৫৩২৪ বর্গ কিলোমিটার। বহরমপুর জেলার সদর দপ্তর। মুর্শিদাবাদ জেলার পশ্চিমে রয়েছে বীরভূ ম এবং সাঁওতাল পরগণার অংশ, পূর্বদিকে বাংলাদেশ, দক্ষিণ দিকে নদিয়া ও উত্তরে মালদা জেলা। গঙ্গা ও পদ্মা নদী জেলার উত্তর ও পূর্ব সীমানা বরাবর প্রবাহিত এবং জলঙ্গি নদী জেলার দক্ষিণ সীমানা বরাবর প্রবাহিত। জেলা গঠন- মুর্শিদাবাদ জেলার মোট ২৬টি ব্লক রয়েছে। এগুলি হল- বহরমপুর, ডোমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা ১ ও বেলডাঙ্গা ২, জলঙ্গি, সামশেরগঞ্জ, নয়াডা, সুটি ১ ও সুটি ২. রঘুনাথগঞ্জ ১ ও রঘুনাথগঞ্জ ২. সাগরদিঘী, কান্দি, ফরাক্কা, বারওয়ান, ভরতপুর ১ ও ২, রানীনগর ১ ও ২, খারগ্রাম, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ, নবগ এাম, ভগবানগোলা ১ ও ২ এবং লালগোলা। ভূমিরূপ- ভাগীরথী নদী এই জেলাকে রাঢ় এবং বাগরি এই দুটি সুস্পষ্ট বিভাগে বিভক্ত করেছে। ভাগীরথীর পশ্চিম অংশ রাঢ় ভূমি এবং পূর্ব অংশ বাগ্রি ভূমি নামে পরিচিত। মুর্শিদাবাদ জেলার অধিকাংশ ভাগীরথী ও জলঙ্গীর পলি গঠিত সমভূ মি। ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী দোয়াব …

একটি মন্তব্য পোস্ট করুন