এক্যারমেনের জনসংখ্যা-সম্পদ অঞ্চল
এক্যারমেনের জনসংখ্যা-সম্পদ অঞ্চল (A) যুক্তরাষ্ট্রীয় ধরনের (The United States Type): জনসংখ্যা ও সম্পদের অনুপাত অনেক কম হয়। প্রযুক্তিবিদ্যায় উন্নত। (B) ইউরোপীয় ধরনের (European Type): এই অন্যলে জনসংখ্যা ও সম্পদের অনুপাত অনেক বেশি হয়। এই অঞ্চলের অন্তর্গত দেশগুলি প্রযুক্তিবিদ্যায় আরও উন্নত। (C) ব্রাজিলীয় ধরনের (Brazilian Type): জনসংখ্যা-সম্পদের অনুপাত অনেক কম হয়। এসব অঞ্চলগুলি প্রযুক্তিবিদ্যায় একেবারেই উন্নত নয়। (D) মিশরীয় ধরনের (Egyptian Type): জনসংখ্যা ও সম্পদের অনুপাত অনেক বেশি হবে। তবে এই সমস্ত অঞ্চলের দেশগুলি প্রযুক্তিবিদ্যায় অনেক পিছিয়ে আছে। (E) মরুভূমি ও মেরুদেশীয় ধরন (Arctic-Desert Type): প্রযুক্তিবিদ্যায় অনুন্নত এই অঞ্চলগুলিতে খুব স্বল্প পরিমাণে খাদ্যদ্রব্য উৎপাদিত হয়। তবে ভবিষ্যতে শক্তির অন্যতম উৎস অঞ্চলে পরিণত হবে। জেলিনেক্সির শ্রেণিবিভাগ: উইলবার জেলিনেক্সিও পৃথিবীকে পাঁচটি জনসংখ্যা-সম্পদ অঞ্চলে ভাগ করেছেন। এগুলি হল: (1) যুক্তরাষ্ট্রীয় ধাঁচ: এ সমস্ত ধাঁচের দেশগুলিতে সম্পদের পরিমাণ অনেক বেশি। কম জনসংখ্যার এসমস্ত দেশ কারিগরীবিদ্যায় উন্নত তবে দ্রুত বিকাশশীল। এইসমস্ত দেশগুলিতে যথেষ্ট সংখ্যক …