ভূ-প্রাকৃতিক বিভাগ

Alborigato
ভূ-প্রাকৃতিক বিভাগ
ভূ-প্রাকৃতিক বিভাগ এই অঞ্চলকে (ক) উচ্চ সমপ্রায়ভূমি এবং(খ) নিম্নের তরঙ্গায়িত সমভূমি এই দুই অংশে বিভক্ত করা যায়। ৩০০ মিটার সমোচ্চ রেখাটি এই দুটি অংশকে পৃথক করছে। (ক) উচ্চ সমপ্রায়ভূমি প্রকৃতপক্ষে রাঁচী মালভূমির পশ্চিমদিকের বহিঃপ্রসূত অংশের অবশিষ্ট ভূমিরূপ। এটি সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর প্রভৃতি নদীর জলবিভাজিকারূপে কাজ করছে। একেবারে উত্তর-পশ্চিম পুরুলিয়া, রাঁচী ও হাজারিবাগের মিলনকেন্দ্রটি উত্তরের ঘোড়ামারা পাহাড় থেকে প্রবাহিত ডঙ্কা গঢ়া নালা (Danka Garha Nala)-র সঙ্গঙ্গমে অবস্থিত। এখান থেকে পূর্ববাহিনী সুবর্ণরেখা দক্ষিণদিকে কনুই-এর ন্যায় বাঁক নিয়ে জেলার পশ্চিম সীমা নির্দেশ করছে এবং রাঁচী-মুরি থেকে ঝালদা-বলরামপুর পর্যন্ত একদা জিহ্বার ন্যায় প্রসারিত শৈলশ্রেণির অভিক্ষিপ্তাংশ (Spur)-কে ব্যবচ্ছিন্ন করছে। এই কর্তিত জিহ্বার ন্যায় ভূমিরূপের পূর্বাংশ অযোধ্যা পাহাড় এবং পুরুলিয়া তথা জঙ্গল মহলের প্রধান উচ্চভূমি অঞ্চল। এটি কংসাবতী ও সুবর্ণরেখা নদীদ্বয়ের মধ্যবর্তী জলবিভাজিকারূপে কাজ করছে। অযোধ্যা পাহাড়ের পশ্চিম ও দক্ষিণে বিচ্ছিন্নভাবে অনেকগুলি ক্ষয়জাত পাহাড় রয়েছে। পাহাড়শ্রেণির গড় উচ্চতা ৫০০ মিটার ও বিস্তা…

একটি মন্তব্য পোস্ট করুন