পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ

Alborigato
পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ
পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ মানুষের হস্তক্ষেপ ব্যতিরেকে প্রকৃতির আপন নিয়মে স্বাভাবিকভাবে যেসব উদ্ভিদ জন্মায়, তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভূ-প্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকার তারতম্যে বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। আয়তনের তুলনায় পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কম। মাত্র ১৪ শতাংশ এলাকা বনভূমি দ্বারা আবৃত। দেশের মোট বনভূমির ১-২% রয়েছে এই রাজ্যে।পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ এখন বিচ্ছিন্নভাবে কিছু মালভূমি অংশে এবং অধিকাংশই হিমালয়ের পাদদেশে তরাই ও পর্বতগাত্রে সীমিত রয়েছে। সমভূমি অঞ্চলে কিছু কিছু গাছ আপনা থেকেই জন্মালেও তার পরিমাণ খুব কম। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বণ্টন: (১) হিমালয়ের পার্বত্য অঞ্চলের বনভূমি: উদ্ভিজ্জের বিচারে পূর্ব হিমালয় পৃথিবীর সমৃদ্ধতম বনভূমিগুলির একটি। মৌসুমী বায়ুপ্রবাহে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ক্রান্তীয় অক্ষরেখায় অবস্থানজনিত উদ্বৃতা পর্বতের নিম্নদেশে, উর্ধে ক্রমশঃ উদ্বু নাতিশীতোয় থেকে শীত প্রধান নাতিশীতোয় ও সর্বোচ্চ অংশে উপক্রান্তীয় জলবায়ু উদ্ভিদ বিন্যাসে ব্যাপক বৈচিত্র এনেছে। জলবায়ুগত প্রভাব ছাড়াও ভূ-প্রকৃতি এবং মৃত্তিকা উদ্ভিদ বিন্…

একটি মন্তব্য পোস্ট করুন