ড. বিরাজ শঙ্কর গৃহ কর্তৃক ভারতীয় জনসংখ্যার জাতিগত শ্রেণিবিভাগ

Alborigato
ড. বিরাজ শঙ্কর গৃহ কর্তৃক ভারতীয় জনসংখ্যার জাতিগত শ্রেণিবিভাগ
ড. বিরাজ শঙ্কর গৃহ কর্তৃক ভারতীয় জনসংখ্যার জাতিগত শ্রেণিবিভাগ 1931 খ্রিস্টাব্দে ভারতীয় জনগণনার সময় ডঃ বি. এস. গৃহ পুনরায় ভারতীয় জনগণের ওপর নৃতাত্ত্বিক গবেষণা করেন। তিনি রিজলের শ্রেণিবিভাগ গ্রহণ করেননি। ডঃ গৃহ ভারতীয় জনগণকে ছয়টি জাতি (Race)-তে বিভত্ত্ব করেছেন। (a) নেগ্রিটো (Negritoes): এরা ভারতের আদি জনগোষ্ঠী। এদের স্বল্প উচ্চতা, গাঢ় ত্বকবর্ণ, আবর্তিত কেশ। ড. গুহ দক্ষিণ ভারতের কাদার এবং পূর্ব ভারতের আঙ্গামি নাগাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যের সন্ধান পান। বর্তমানে আন্দামান দ্বীপপুঞ্জেই এই অধিবাসীদের বসবাস দেখা যায়। (b) প্রোটো-অস্ট্রালয়েড (Proto-Australoid) : এদের গাঢ় বাদামি ত্বকবর্ণ, গভীর মূল বিশিষ্ট নীচু ও চওড়া নাসিকা, ঘন ও কালো কোঁকড়ানো কেশ, দীর্ঘ মস্তকাকৃতি এবং খাটো উচ্চতাযুক্ত বৈশিষ্ট্য দ্বারা এই জনগোষ্ঠীকে শনাক্ত করা যায়। ছোটোনাগপুরের সাঁওতাল, ওরাওঁ, মুন্ডা, পশ্চিম ও মধ্য ভারতের ভিল; দক্ষিণ ভারতের কুরুম্বা এই গোষ্ঠীর প্রতিনিধি। (c) মোঙ্গলয়েড (Mongol- oids): চ্যাপটা মুখ, উন্নত হনু, চোখের ভাঁজ এবং অল্প গাত্র রোম মোঙ্গলয়েড গোষ্ঠীর বৈশিষ্ট্য। এদের দুটি উপবিভাগ হল- (a) প্যালী মোঙ্গলয়েড এবং (b) টিব…

একটি মন্তব্য পোস্ট করুন