বিশ্বের বিভিন্ন দেশের পৌরপুঞ্জ:
বিশ্বের বিভিন্ন দেশের পৌরপুঞ্জ: (1) কানাডা (Canada): কানাডা দেশটির অন্টারিও হ্রদের পশ্চিম প্রান্তে 'Golden Horseshoe' নামে জনবহুল এবং শিল্পাঞ্চলটি অবস্থিত। এই অঞ্চলটির বেশির ভাগ অংশ Windsor-Quebec শহরের করিডর অঞ্চল। এখানকার মোট জনসংখ্যা 8.1 মিলিয়ন যা দেশের মোট জনসংখ্যার 25.6%। অন্টারিও প্রদেশের 75% লোক এখানে বসবাস করেন। উত্তর আমেরিকার সবচেয়ে বেশি লোক এখানে কেন্দ্রীভূত। এই অঞ্চলটি বর্তমানে মেট্রোপলিটান অঞ্চলের অন্তর্গত। টরেন্টো, Mississagua, York, Peel Region, Hamilton, Oakville এবং Scarborough-র সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় রাজধানী অঞ্চল (National Capital Region) অটোয়া (কানাডার রাজধানী) এবং প্রতিবেশী Gatinean শহরটি অটোয়া নদীর তীরে অবস্থিত। অটোয়া, Gatinean এবং কুইবেক শহর নিয়ে প্রকৃত Conurbation গঠিত হয়েছে। পশ্চিম কানাডার ব্রিটিশ কলম্বিয়ার অন্তর্গত 'Lower Mainland' সবচেয়ে বেশি জনবহুল এলাকা। শে এই অঞ্চলটি অসংখ্য মাঝারি আয়তনের শহুরে অঞ্চল নিয়ে গঠিত। যেমন- ভ্যাঙ্কুবার, উত্তর ভ্যাঙ্কুবার, সারে, Burnbay, রিচমন্ড এবং Coquitlam শহরগুলি এখানে পরস্পর যুক্ত হয়েছে। (2) জার্মানি (Germany): জ…