নগরীয় এলাকা, পরিকল্পনা ও উন্নয়ন

Alborigato
নগরীয় এলাকা, পরিকল্পনা ও উন্নয়ন
নগরীয় এলাকা, পরিকল্পনা ও উন্নয়ন নগর পরিকল্পনায় গুরুত্ব (The importance of urban planning) বিশ্বব্যাপী সমস্ত দেশেই নগর পরিকল্পনার পদক্ষেপগুলি বিভিন্ন কারনে গুরুত্বপূর্ণ, যেমন- • নগর বৃদ্ধির সহায়ক (Contributes to urban growth): নগর পরিকল্পনার অধীনে নির্দিষ্ট কোনও একটি শহর বা নগরাঞ্চলে শিল্পোন্নয়ন, কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং অন্যান্য পরিসেবার বহুবিধ সুযোগ চারপাশের অনুন্নত অঞ্চলগুলি থেকে প্রচুর পরিমাণ মানুষ একসাথে টেনে আনে। এর ফলে, সংশ্লিষ্ট নগরটির আয়তন কলেবরে যথেষ্ট বেড়ে যায়। • উচ্চ মানের জীবনযাত্রা (High standard of living): উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে গড়ে ওঠা কোনও নগরাঞ্চলে যখন বাসস্থান, জীবিকা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নতি ঘটে, তখন সেখানে মানুষের জীবনযাত্রার মানও যথেষ্ট উৎকৃষ্ট সীমায় পৌঁছে যায়। • আবাসন সংকট মোকাবিলা (Dealing with the housing crisis) নগরায়ণের সাথে পাল্লা দিয়ে পৌর ক্ষেত্রগুলিতে বাড়তে থাকা বিপুল জনসংখ্যার চাপ যে আবাসন সমস্যার উদ্রেক ঘটায়, তা নিরসনের ক্ষেত্রে পরিকল্পিত ভূমি ব্যবহার প্রণালীকে বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুধু যুক্তরাজ্যেই প্র…

একটি মন্তব্য পোস্ট করুন