তিস্তা উপত্যকার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল

Alborigato
তিস্তা উপত্যকার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল
তিস্তা উপত্যকার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল  এই অঞ্চল সাধারনভাবে অনুচ্চ (২০০-৮০০ মি.) হলেও স্থানবিশেষে উচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে। দার্জিলিং হিমালয়ের উচ্চতম শৃঙ্গ ঋষিলা (৩,১৩০ মি.) তিস্তার পূ বদিকে পার্বত্য অঞ্চলে অবস্থিত। তিস্তার পূর্বদিকে রয়েছে দূরবীন দারা পর্বত। কালিম্পং শহরের কাছে দুরবিনদারা শৃঙ্গ, ১,৮০০ মিটার উঁচু। জলপাইগুড়ি জেলার উত্তর দিকে সিচুলা পর্বত। তারও পূর্বে অনুচ্চ বক্সা রেঞ্জ ও জয়ন্তী পাহাড়। তিস্তার পূর্বদিকের বিস্তীর্ণ অঞ্চল অসংখ্য নদী দ্বারা ক্ষয়ের ফলে ব্যবচ্ছিন্ন শৈল শ্রেণি গঠিত। দার্জিলিং হিমালয়ের এটিই সর্বাধিক ক্ষয়ের অন্তর্গত হয়েছে। পর্বত গাত্রের ঢাল মৃদু থেকে মাঝারী (১০০-৩০০) বেশিরভাগ জায়গায়। পার্বত্য অঞ্চলের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য: ( i) অত্যন্ত বন্ধুর ভূ-প্রকৃতি। (i) পাহাড়ের ঢাল খুব খাড়াই। (১) স্থানে স্থানে গভীর গিরিখাত। (iv) সরু শৈলশিরা। (৮) পাললিক ও রূপান্তরিত শিলাগঠিত ভূমিরূপ প্রাকৃতি এই পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য। পশ্চিমের মালভূমি ও তরঙ্গায়িত সমভূমি অঞ্চল: এই অঞ্চল ছোটোনাগপুর মালভূমির পূর্বপ্রান্তের ক্ষয়প্রাপ্ত নিম্ন-মালভূমির অন্তর্গত, গঠন মূলতঃ গ্রানাইট ও নীস্ শিলা গঠি…

একটি মন্তব্য পোস্ট করুন