সুন্দরবনের জীব বৈচিত্র্য (Biodiversity of Sundarban)

Alborigato
সুন্দরবনের জীব বৈচিত্র্য (Biodiversity of Sundarban)
সুন্দরবনের জীব বৈচিত্র্য (Biodiversity of Sundarban) ম্যানগ্রোভ জন্মানোর অনুকূল পরিবেশ ও উদ্ভিদ বৈচিত্র্য (Conditions Favourable for the Growth of Mangroves and Plant Diversity): সুন্দরবনের অগভীর খাঁড়ি-অধ্যুষিত মোহনা ও উপকূ লীয় জলসিক্ত ও কর্দমযুক্ত ভূমিতে ক্রান্তীয় অঞ্চলের আদর্শ ম্যানগ্রোভ অরণ্যের সৃষ্টি হয়েছে। ক্রান্তীয় জলবায়ু ও মৃত্তিকা ম্যানগ্রোভ ও অন্যান্য স্বাভাবিক উদ্ভিদের ব্যাপক বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। এই বনভূমি এত গভীর ও ঘন যে, বনভূমিতে মধু, মোম ও কাষ্ঠসাংগ্রাহকদের প্রবেশ অসুবিধাজনক। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল মাটি ভেদ করে ওঠে এবং জোয়ারের জল সরে গেলে তা দেখতে পাওয়া যায়। সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভবৃক্ষাদির প্রাচুর্য দেখা যায়। এদের মধ্যে রয়েছে ক্ষুদ্রাকৃতি ম্যানগ্রোভ, লবণাক্ত এবং স্বাদু জলের Heritiera উদ্ভিদ। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং একসময় প্রাচুর্য ছিল কিন্তু বর্তমানে বিলায়মান বৃক্ষটির নাম সুন্দরী (Heritiera Littovalis)। সম্ভবত এ-থেকেই এই অঞ্চলের নাম সুন্দরবন হয়েছে। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ঘন বনভূমিতে আবৃত। এর এক বৃহৎ অংশ সংরক্ষিত অরণ্য। সমগ্র অঞ্চলে স…

একটি মন্তব্য পোস্ট করুন