মোটরগাড়ি নির্মাণ শিল্প(Automobile Industry)

Alborigato
মোটরগাড়ি নির্মাণ শিল্প(Automobile Industry) ভূমিকা : ভারতে প্রথম মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে ১৯৪২ খ্রীস্টাব্দে কলকাতার কাছে রিষড়ার হিন্দুস্তান মোটরস কারখানা নির্মাণের মধ্য দিয়ে। এর ২ বছর পরে ১৯৪৪ খ্রীস্টাব্দে প্রিমিয়ার কোম্পানির গাড়ি তৈরির কারখানা স্থাপিত হয় বোম্বে শহরে। ১৯৪৫ খ্রীস্টাব্দে মাহিন্দ্র এন্ড মাহিন্দ্র কোম্পানি যন্ত্রাংশ এনে একত্রিত করে জীপ গাড়ি তৈরি শুরু করে। যাত্রাবাহী গাড়ি হিন্দুস্তান মোটরস-এর কোলকাতার কাছে রিষড়ার কারখানায় অ্যামবাসেডার। প্রিমিয়ারের বম্বের কারখানায় ফিয়াট প্রাক স্বাধীনতা পর্বের গাড়ি। পরবর্তীকালে স্থাপিত স্ট্যান্ডার্ড মোটরস তাদের স্ট্যান্ডার্ড নামে গাড়ি তৈরি করে। মাঝারি ও ভারী বাণিজ্যিক যান। ভেহিকল ফ্যাক্টরি জব্বলপুর শক্তিমান ট্রাক তৈরি করে যা ভারতীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত হয়। হেভি ভেহিকল ফ্যাক্টরি, অবধি, চেন্নাই-এ বৈজয়ন্ত, অর্জুন, অজেয় ও ভীষ্ম ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করে। টাটা মোটরস, পুনে যা আগে TELCO নামে ছিল, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক তৈরি শুরু করে। অশোক মোটরস পরবর্তীকালে নাম হয় অশোক লেল্যান্ড, চেন্নাই-এ বাস ও ট্রাক তেরি হয়। এছাড়া হিন্দুস্থান মো…

একটি মন্তব্য পোস্ট করুন