2011 সেন্সাসে ভারতে জনঘনত্বের বণ্টন(Distribution of Density of Population in 2011 Census)

Alborigato
2011 সেন্সাসে ভারতে জনঘনত্বের বণ্টন(Distribution of Density of Population in 2011 Census) 2011 খ্রিস্টাব্দের সেন্ন্সস অপেক্ষা 2011 খ্রিস্টাব্দের সেন্সাসে ভারতে জনঘনত্বের বণ্টনে বিশেষ পরিবর্তন ঘটে নি। 2011 খ্রিস্টাব্দে ভারতে যে পাঁচটি রাজ্য সবচেয়ে বেশি জনবহুল ছিল এবারেও সেই একই পাঁচটি রাজ্য প্রথমে পাঁচে আছে। এই পাঁচটি অঙ্গরাজ্য হল- উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র প্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে এবং চন্ডীগড় রাজ্য 29-তম স্থান থেকে 30-3ম স্থান দখল করেছে। মিজোরাম রাজ্য 30-তম স্থান থেকে 29-তম স্থানে পৌঁছেছে। 2011 খ্রিস্টাব্দের জনগণনায় দেখা যাচ্ছে যে, ভারতের জনঘনত্ব ক্রমশ বাড়ছে। 2001 খ্রিস্টাব্দের জনগণনায় ভারতের জনঘনত্ব ছিল 324 জন প্রতি বর্গকিমি। 2011 খ্রিস্টাব্দের জনগণনায় জনঘনত্ব হল 382 জন প্রতি বর্গকিমিতে। ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি (1102 জন প্রতি বর্গকিমিতে।। বিহারের জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের (13-73%) প্রায় দ্বিগুণ। বিহারে জনসংখ্যা বৃদ্ধির হার হল 25-07%। 2009 খ্রিস্টাব্দে বিহারের জনঘনত্ব ছিল ৪৪। জন প্রতিবর্গকিম…

একটি মন্তব্য পোস্ট করুন