2001-2011 খ্রিস্টাব্দে ভারতে জনসংখ্যার বৃদ্ধি (Growth of Indian Population, 2001-2011)
2001-2011 খ্রিস্টাব্দে ভারতে জনসংখ্যার বৃদ্ধি (Growth of Indian Population, 2001-2011) সাম্প্রতিককালে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসছে। সুতরাং বলা যায় যে, ভারতের জনসংখ্যা ক্রমশ স্থিতাবস্থায় (stabilization) ফিরে আসছে। 1991-2001 খ্রিস্টাব্দে ভারতের জনসংখ্যা প্রায় 184 মিলিয়ন বৃদ্ধি পেয়েছিল। কিন্তু 2001 খ্রিস্টাব্দের জনসংখ্যার তুলনায় 2011 খ্রিস্টাব্দে জনসংখ্যা মাত্র 180 মিলিয়ন বৃদ্ধি পেয়েছে অথাৎ, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমশ কমে আসছে। 1991 থেকে 301 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় 21-54%। কিন্তু 2001 খ্রিস্টাব্দ থেকে 2011 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছে 17-64%। অর্থাৎ আগের দশকের চেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় 3-9 কমে গেছে। এই প্রথম জনসংখ্যা বৃদ্ধির হার এত কমে গেছে। 2011 খ্রিস্টাব্দের পরিসংখ্যা অনুসারে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার হল 21%। 2011 খ্রিস্টাব্দের জনগণনায় আরেকটি বৈশিষ্ট্য লক্ষ করা যায়। দেখা যায় যে, জন্মের সময় শিশুর প্রত্যাশিত আয়ুষ্কাল (life expectancy at birth) আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিশুর জন্মের পর প্রত্যাশিত আয়…