অঞ্চলের গাঠনিক রূপ (Structure of Region):

Alborigato
অঞ্চলের গাঠনিক রূপ (Structure of Region): আঞ্চলিক পরিমণ্ডলকে নির্দিষ্ট একটি বিন্যাসে কাঠামোভুক্ত করার প্রচেষ্টা পৃথিবীর প্রায় সমস্ত দেশেই লক্ষ্য করা যায়। কোনো নির্দিষ্ট পরিসীমায় এই ধরনের প্রচেষ্টা স্থানিক এবং কার্যকেন্দ্রিক একাধিক উপাদানগুলিকে অত্যন্ত স্পষ্ট করে তোলে। সংশ্লিষ্ট ধারণাটিকে গুরুত্ব দিয়েই "American Society for Planning" নামক প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে-'অঞ্চল এমন স্থান যার মধ্যে কয়েকটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের কাঠামো বর্তমান।"ভৌগোলিক কাঠামোগত দিক থেকে যে-কোনো অঞ্চলেরই তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। যেমন- 1. গ্রন্থি (Node): একটি অঞ্চলের অন্তর্বর্তী মুখ্য স্থলটিকে গ্রন্থি বলা হয়। এটি আসলে এমন একটি ক্রিয়াশীল স্থল, যেখানে সবচেয়ে বেশি পরিমাণে বাহ্যিক পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়। সামাজিক তথা অর্থনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে কোনও অঞ্চলকে ক্ষুদ্র বা বৃহদায়তন এক বা একের অধিক গ্রন্থিতে বিভক্ত করা হয়। আঞ্চলিক পরিসরে থাকা গ্রন্থিগুলিতেই পারস্পরিক সহযোগী কার্যাবলীর ঘনিষ্ঠ আদানপ্রদানমূলক সম্পর্ক গড়ে ওঠে। সাধারণত, বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলের কার্যকরী প্রবাহপথটি সর্বদা এই ধরনের…

একটি মন্তব্য পোস্ট করুন