আঞ্চলিক পরিকল্পনা ও উন্নয়ন [Regional Planning and Development]

Alborigato
আঞ্চলিক পরিকল্পনা ও উন্নয়ন [Regional Planning and Development] প্রধান উপাদানসমূহ (Key elements of development): কোনও একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে বিবেচ্য বেশ কতকগুলি উপাদান আন্তঃসম্পর্কযুক্ত হয়ে তাৎপর্যপূর্ণ ভূমিক এলন করে। এর মধ্যে (Natural resources): একটি পালন এর কয়েকটি উল্লেখযোগ্য হল- দেশের উন্নয়ন বা প্রবৃদ্ধির জন্য প্রচুর পরিমাসে প্রকৃতির • প্রাকৃতিক সময়োজন। কারণ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ (জমি, জল, বনভূমি, খনিজ উপাদান প্রভৃতি) সুন্দর ব্যবহার করেই মূলত শিল্প-পরিকাঠামোর যাবতীয় ভিত গড়ে ওঠে, যা আবার পরোক্ষভাবে সংশ্লিষ্ট দেশের আয় বৃদ্ধি ঘটিয়ে উন্নয়নের পথ প্রশস্ত করে তোলে। যে সমস্ত দেশে প্রাকৃতিক সম্পদের ঘাটতি রয়েছে, সেখানকার উন্নয়ন দ্রুত ব্যাহত হয়। অবশ্য কয়েকটি ক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে। দৃষ্টান্তস্বরূপ জাপান এমন একটি দেশ যেখানে প্রাকৃতিক সম্পদের ঘাটতি থাকলেও, অন্যান্য দেশ থেকে কিছু কাঁচামাল ও খনিজ আমদানি, উচ্চ মানের প্রযুক্তি, নতুন গবেষণা এবং জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে তারা এখানকার সম্পদের ঘাটতি মেটাতে যথেষ্ট সফল হয়েছে। একইভাবে ব্রিটেন অ-লৌহঘটিত যাতু ছাড়াই শিল্প বিকাশের চরম সীমায় পৌঁ…

একটি মন্তব্য পোস্ট করুন