অঞ্চল বিশ্লেষণ (Region Analysis)

Alborigato
অঞ্চল বিশ্লেষণ (Region Analysis): কোনও স্থান বা পরিসরকে সঠিকভাবে সনাক্তকরণ এবং তাদের শ্রেণিবিভাগের ক্ষেত্রে যে-কাজটি সর্বাধিক গুরুত্ব পায়, তা হল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অঞ্চলের যথাযথ বিশ্লেষণ। এই ধরনের অঞ্চল বিশ্লেষণে প্রথাগত বিভিন্ন ভৌগোলিক ধ্যান-ধারণা, যেমন-স্থান (Place), কাল (Time), এবং পরিসর (Extent) সংক্রান্ত একাধিক মাপকাঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এখানে অঞ্চল বিশ্লেষণের বেশ কয়েকটি ভৌগোলিক ধারা উপস্থাপন করা হল।  প্রত্যক্ষ জ্ঞানমূলক বিশ্লেষণ (Direct cognitive analysis) : মানুষ দীর্ঘকাল যাবৎ যে পারিপার্শ্বিকতায় বসবাস করে, সেখান থেকে অর্জিত বিভিন্ন অভিজ্ঞতা অথবা কোনও ব্যক্তির মনোজগৎ থেকে উৎপন্ন অঞ্চলকেন্দ্রিক বেশকিছু ধ্যানধারণা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অঞ্চল বিশ্লেষণের সহায়ক হয়। আসলে প্রত্যক্ষ জ্ঞানমূলক বিশ্লেষণের মাধ্যমেই বিভিন্ন অঞ্চল একে অপরের থেকে পৃথক পৃথক চরিত্রে প্রকাশ পায়।  কারণ-ফলাফলগত বিশ্লেষণ (Cause-conclusive analysis):  পার্থিব প্রতিটি উপাদানই পরস্পর কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। তাই অঞ্চল বিশ্লেষণে বিভিন্ন তথ্যের ভিত্তিতে কারণ-ফলাফলগত সমস্ত বিষয়কেই যথেষ্ট প্রাধান্য দেওয়া হ…

একটি মন্তব্য পোস্ট করুন