জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (National Rural Employment Guarantee Project)

জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (National Rural Employment Guarantee Project)
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (National Rural Employment Guarantee Project): 1991 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের বর্ধিত সুযোগ সৃষ্টি করার জন্য একটি পাইলট প্রকল্পের প্রস্তাব করেছিল, যার মুখ্য উদ্দেশ্য ছিল-প্রতিটি মৌসুমে কৃষি শ্রমিকের জন্য উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, খাদ্য উৎপাদনের মাধ্যমে নিরাপত্তা প্রদান প্রভৃতি। এই প্রকল্পটিকে বাস্তবায়িত করতে 2005 খ্রিস্টাব্দের 25শে আগস্ট National Rural Employment Gaurantee Act (NREGA) প্রণীত হয়েছিল, যা ওই বছরের 7 সেপ্টেম্বর National Rural Employnment Gaurantee Scheme (NREGS)-এ উপনীত হয়। অবশ্য 2008 খ্রিস্টাব্দে এই প্রকল্পের নাম পুনরায় পরিবর্তন ঘটিয়ে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন (MGNREGA)-এ পরিণত করা হয়। ভারতে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় 200টি জেলার কর্মসংস্থান সুনিশ্চিত করতে প্রাথমিকভাবে এই প্রকল্পটি 2 ফেব্রুয়ারী 2006 খ্রিস্টাব্দ থেকে কার্যকরী হয়। •  লক্ষ্য (Goal): যে সমস্ত লক্ষ্যকে সামনে রেখে MGNREGA প্রণয়ন করা হয়েছে, তার কয়েকটি হল-(i) দেশে সামাজিকভাবে বঞ্চিতদের [বিশেষ…

একটি মন্তব্য পোস্ট করুন