আঞ্চলিক ধারণার বিবর্তন বা পটভূমি(Evolution or Background of Regional Concept):

Alborigato
আঞ্চলিক ধারণার বিবর্তন বা পটভূমি(Evolution or Background of Regional Concept): ভূগোল শাস্ত্রের কেন্দ্রীয় বিষয়রূপে অঞ্চলের ধারণাগত পটভূমিটি যথেষ্ট প্রাচীন। অতীতে গ্রিক ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে ক্ষেত্র বিবরণবিদ্যা (Chorography) এবং ক্ষেত্রতত্ত্ব (Chorography) যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। এই দুটি ধারণাই পরবর্তীকালে অঞ্চল সংক্রান্ত বিভিন্ন গবেষণার বিপুল গ্রন্থসম্ভারের জন্ম দেয়। গ্রিক দার্শনিক হেকেটিয়াস (550-476 খ্রিঃপূঃ) প্রণীত "Gesperiodos" গ্রন্থটিতে পৃথিবীপৃষ্ঠের অঞ্চলভিত্তিক সমীক্ষা বিশেষ প্রাধান্য পেয়েছিল। এরপর, হেরোডোটাস (485-425 খ্রিঃপূঃ) কর্তৃক বিভিন্ন ভৌগোলিকো এলাকাভিত্তিক মানুষের জীবন-প্রণালী বিশ্লেষণের প্রচেষ্টায় অঞ্চল শব্দটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবশ্য, অঞ্চলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে প্রসার লাভ করে ইমানুয়েল কান্ট (1724-1804 খ্রিঃ)-এর সময়কাল থেকে। সেই সময় কান্ট ভূগোল শাস্ত্রটিকে স্থানভিত্তিক সাদৃশ্যতা প্রদর্শনে বিভিন্ন আঞ্চলিক তথ্য বণ্টনের আধাররূপে আখ্যায়িত করেছিলেন। এরপর, আলেকজান্ডার ভন হামবোন্ড (1769-1859)কৃত ক্ষেত্রসমীক্ষায় ভ্রমণের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রথাটি আ…

একটি মন্তব্য পোস্ট করুন