রিমোট সেন্সিং ব্যবস্থার অসুবিধা (Disadvantages of Remote Sensing)

Brajesh sur
রিমোট সেন্সিং ব্যবস্থার অসুবিধা (Disadvantages of Remote Sensing) : Remote Sensing ব্যবস্থার অনেক সুবিধা থাকা সত্ত্বেও এর সঙ্গেই Remote Sensing ব্যবস্থার কতকগুলি অসুবিধ জড়িত। Remote Sensing ব্যবস্থার অসুবিধাগুলি হল- (i) Remote Sensing ব্যবস্থার মাধ্যমে মহাকাশ থেকে বৃহৎ অঞ্চলের ছবি একসঙ্গে তোলা হয় বলে ওই বৃহৎ অঞ্চলের যে খুব ছোট ছোট বৈশিষ্ট্য থাকে সেগুলো সম্বন্ধে আমরা সঠিক ধারণা পাই না। (ii) Remote Sensing সরাসরি কোন বস্তুর ছবি তুলতে পারে না। মহাকাশ থেকে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বস্তুটি যেমন দৃশ্যমান হয় তার ছবি তেমনি ওঠে। ফলে ছবি তোলা সবসময় সঠিক হয় না। (iii) Remote Sensing দ্বারা প্রাপ্ত Image গুলি Geomatrically ঠিক করা হয় এবং Georeferenced করা হয় মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে যা খুবই কষ্টসাধ্য বিষয়। (iv) একই প্রকার দেখতে দুটি বস্তু পৃথকভাবে চিহ্নিত করা বা ব্যাখ্যা করা Remote Sensing ব্যবস্থার দ্বারা অনেক সময় অসুবিধা হয়ে ওঠে।  (v) Remote Sensing এ বায়বচিত্র Streovision পাওয়া সম্ভব হলেও উপগ্রহ চিত্রে Streovision পাওয়া যায় না। (vi) প্রাথমিক অবস্থায় Remote Sensing ব্যবস্থা তৈরী করতে, প্রযুক্ত…

একটি মন্তব্য পোস্ট করুন