অনুন্নয়ন" ধারণাটির রূপান্তর ও উন্নয়নের দিকে যাত্রা(The journey towards the transformation and development of the concept of underdevelopment)
অনুন্নয়ন" ধারণাটির রূপান্তর ও উন্নয়নের দিকে যাত্রা (The journey towards the transformation and development of the concept of underdevelopment) একটি দেশে অনুন্নয়নের ধারণাটি কখনোই চিরস্থায়ী হতে পারে না। বিশেষ করে, যে দেশটির আর্থসামাজিক পরিস্থিতি বর্তমানের নিরিখে যথেষ্ট পিছিয়ে পড়া, সেখানে উন্নয়ন যে একেবারেই থেমে থাকে, এমনটা কিন্তু । এক্ষেত্রে যে কোনো মুহূর্তেই একটি দেশ অনুন্নয়নের পরিস্থিতি থেকে বেরিয়ে এসে উন্নয়নের সুযোগগুলিকে সম্প্রসারিত করে নিজেদের অর্থনীতির বা বুপান্তর ঘটাতে পারে। তা সত্ত্বেও, বিশ্বব্যাপী অনুন্নয়ন শব্দটির বিকৃত রূপ এখনো কিছুটা হলেও রয়ে গিয়েছে। বেশিরভাগ উন্নত দেশগুলির মানুষজন মনে করেন, অনুন্নয়ন মানেই "অনগ্রসরতা" বা 'দারিদ্র'-এর কাছাকাছি কোনও একটা স্তর, যেটি উচ্চ জন্মহার, উচ্চ শিশুমৃত্যু, অপুষ্টি, একটি বৃহৎ কৃষি ও ছোটো শিল্পখাত, মাথাপিছু জিডিপি কম, নিরক্ষতার উচ্চ মাত্রা এবং স্বল্প আয়ুকে নির্দেশ করে থাকে। এই ধারণাটি সংকীর্ণ অর্থে কিছুটা সত্য হলেও, বাস্তবের সাথে তার বেশকিছুটা ফারাক রয়েছে। কারণ, পৃথিবীতে এমন কিন্তু অনুন্নত দেশ রয়েছে, যাদের অনুন্নয়নের ত…