মাসাই (masai)
মাসাই (masai) ভূমিকা (Introduction) : পূর্ব আফ্রিকার প্রায় 125টি আদি জনগোষ্ঠীর মধ্যে পশুপালক 'মাসাই' (Masai)-রা হল সবচেয়ে বৈচিত্র্যময়। পরাক্রমশালী, যোদ্ধা জনজাতি। “মাসাই’-রা মূলত ভূমধ্যসাগরীয় এবং নিগ্রো জনজাতির সংমিশ্রণ। গবাদি পশুপালন মাসই উপজাতির বেঁচে থাকার একমাত্র অবলম্বন বলে, কোনও কোনও ভৌগোলিক, এদের এই রীতিকে “the breath of life" আখ্যায়িত করেছেন। একসময় ব্রিটিশরা যখন আফ্রিকা দখল করতে এসেছিল ‘মাসাই’-রা তাদের প্রতিরোধের মাধ্যমে ব্রিটিশদের হটিয়ে দিতে সক্ষম হয়েছিল। পঞ্চদশ শতকের মাঝামাঝি থেকে রক্ষণশীল মাসাইরা, স্থানীয় পরিবেশের সঙ্গে অভিযোজন ঘটিয়ে তাদের পুরোনো রীতিনীতি ও ঐতিহ্যগত কৌশলকে আজও টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। নামকরণ (Naming): নিলোটিক সাহারার একটি গুরুত্বপূর্ণ আদিমতম ভাষা হল মা (Maa)। ভৌগোলিকদের মতে, এই 'মা' ভাষা থেকেই ‘মাসাই' নামের উদ্ভব ঘটেছে। মাসাই শব্দের মূল অর্থ হল "God's work" বা ঈশ্বরের কর্মী। অনেকে মনে করেন, “হিব্রু’ (Hebrew) ভাষা থেকেই মাসাই শব্দটি উঠে এসেছে। প্রসঙ্গত, আধুনিক পশ্চিমি সভ্যতার কিছু মানুষ মাসাইদের “Nobel savage…