যন্ত্রশিল্পের অবস্থানের ওপর বাজারের প্রভাব(Influence of Market on Location of Industries)
যন্ত্রশিল্পের অবস্থানের ওপর বাজারের প্রভাব(Influence of Market on Location of Industries) বাজার বলতে ক্রেতা ও বিক্রেতা অর্থাৎ বায়ার অ্যান্ড সেলার (buyer and seller) বা উৎপাদক ও উপভোক্ত অর্থাৎ প্রোডিউসার অ্যান্ড কনজিউমার (producer and consumer)-এর মধ্যে সম্পর্ককে বোঝায়। যেখানেই শিল্প বা জনবসতি আছে, সেখানেই বাজার গড়ে ওঠে। বাজারের আয়তন ও বাজারের নিকটবর্তী লোকজনের বৈষয়িক সমৃদ্ধি, শিল্প গড়ে তোলার সম্ভাবনাকে প্রভাবিত করে থাকে। তবে জনগণের ক্রয়ক্ষমতা, চাহিদা, রুচি ও জনসংখ্যার পরিমাণের উপর বাজারের আয়তন ও পরিধি নির্ভর করে। যেমন- বিদেশি ভোগ্যপণ্য উৎপাদনকারীদের কাছে ভারত এক বিরাট বাজার। আবার ভারতের মধ্যে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই হল বড়ো মাপের বাজার। সে-তুলনায় ডায়মন্ডহারবার, দিঘা, পুরী, দার্জিলিং অনেক ছোটো বাজার। শিল্পের ধরন ও শিল্পের অবস্থানের উপর বাজারের গুরুত্ব হল- (1) যে-সমস্ত শিল্পে 'বিশুদ্ধ' (Pure) শ্রেণির কাঁচামাল ব্যবহার করা হয়, সেই শিল্প-সংস্থাগুলি বাজার বা বাজারের নিকটবর্তী কোনো স্থানে গড়ে উঠতে পারে। (2) ভৌগোলিক এস্টল ও বুখানান (1970)-এর মতে, কোনো জায়গায় কিছু শিল্প কেন্দ্রীভ…