ভোগ(Consumption)
ভোগ(Consumption) সমস্ত অর্থনৈতিক কাজের সর্বশেষ উদ্দেশ্য হল ভোগ বা কনসাম্পসন (consumption)। ভোগ বলতে বিভিন্ন দ্রব্য ও পরিসেবার ব্যবহারের মাধ্যমে তার উপযোগ (utility) নিঃশেষ করার প্রক্রিয়াকে বোঝায়। যেমন লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে গেলে কলমের উপযোগ শেষ হয়ে যায়। এখানে লেখার কাজে কলমের ব্যবহার হল ভোগ। ভোগের বৈশিষ্ট্য (Characteristics of Consumption) ভোগের বৈশিষ্ট্য হল - (1) ভোগ একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোগের উপযোগী উৎপাদিত দ্রব্যসামগ্রী ব্যবহার করে উপভোক্তা তার অভাব পূরণ করে। (2) ভোগের মাধ্যমে তৃপ্তির (satisfaction) জন্য যে-কোনো উৎপাদিত দ্রব্য বা কাঁচামাল যথেষ্ট নয়। সেই দ্রব্যকে সরাসরি ব্যবহারের উপযুক্ত ও তৃপ্তি দেওয়ার (direct satisfaction) উপযোগী হতে হবে। তাই কাগজের মণ্ড বা পাল্প (pulp) ভোগের উপযোগী কোনো দ্রব্য নয়। কিন্তু কাগজ, বই, খাতা হল দ্রব্য হিসেবে ভোগের উপযোগী। (3) দ্রব্য বা সেবার বা উপযোগের সর্বশেষ ব্যবহার বা চূড়ান্ত ব্যবহার (final use) হল ভোগ। অর্থাৎ ভোগের মাধ্যমে উপযোগ নিঃশেষ হয়। তাই ভোগকে "Destruction of utility" বলা হয়। যেমন এক গ্লাস জল পান করার পরে গ্লাসের…