দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের অবস্থানের কারণ (Factors affecting Location of Secondary economic activities)
দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের অবস্থানের কারণ (Factors affecting Location of Secondary economic activities) যন্ত্রশিল্পের ভৌগোলিক অবস্থান কতকগুলি কারণের ওপর নির্ভরশীল, যেমন (3) বাজার, (4) শ্রমিক, ( (1) কাঁচামাল, (2) পরিবহন, কাঁচামালের প্রভাব (Influence of Raw Material) ইংরেজি 'মেটিরিয়াল' কথাটির অর্থ হল 'কাঁচামাল'। কাঁচামালের সহজলভ্যতা, চাহিদা মতো জোগান, কাঁচামালের প্রকৃতি ও কাঁচামাল সংগ্রহের জন্য পরিবহন খরচ যন্ত্রশিল্পের অবস্থান এবং অবস্থান সম্পর্কিত নীতিকে প্রভাবিত করে। যন্ত্রশিল্পের অবস্থানের ওপর কাঁচামালের প্রভাবগুলি হল- (1) হীনভার বা ভারহ্রাসমান প্রকৃতি: শিল্পে ব্যবহৃত কাঁচামাল ওয়েবারের মতে দু'ধরনের, যথা ভারহ্রাসমান কাঁচামাল এবং বিশুদ্ধ কাঁচামাল। উৎপাদন পর্বের হীনভার বা বিভিন্ন পর্যায়ে যে কাঁচামালের ওজন হ্রাস পায়, তাকে ভারহ্রাসমান বা অবিশুদ্ধ বা হীনভার কাঁচামাল বলে। যেমন- কয়লা, আকরিক লোহা। যে-সমস্ত শিল্পে ভারহ্রাসমান শ্রেণির অর্থাৎ ওয়েট লুজিং (weight-loosing) বা অবিশুদ্ধ প্রকৃতির বা ইমপিওর (impure) কাঁচামাল ব্যবহৃত হয়, সেইসব শিল্পগুলি সাধারণত কাঁচামালের উৎসের কাছাকা…